Home / চাকুরী / অবশেষে সোমবার শিক্ষকেরা সুখবর পেতে পারেন
images (1)

অবশেষে সোমবার শিক্ষকেরা সুখবর পেতে পারেন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন-ভাতার চেক ব্যাংকে পাঠানো হতে পারে সোমবার (৫ ডিসেম্বর)।
সারাদেশের প্রায় পাঁচ লাখ শিক্ষক-কর্মচারীরা বিভিন্ন গণমাধ্যমের কাছে ইমেইল করে জানতে চান নভেম্বর মাসের বেতন-ভাতার চেক কবে ছাড় হবে।
এক প্রশ্নের জবাবে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো: শফিকুল ইসলমাম সিদ্দিকী বৃহস্পতিবার রাতে বলেন, নয়শত চুয়াল্লিশ কোটি টাকার মঞ্জুরি আদেশ জারি করার অনুরোধ জানিয়ে শিক্ষাসচিব বরাবর চিঠি লিখেছেন মাউশি মহাপরিচালক।
তিনি বলেন, মহাপরিচালকের চিঠি শিক্ষাসচিবের কাছে পৌঁছে গেছে। অনুমোদন পেলেই নভেম্বর মাসের বেতনের চেক ব্যাংকে পাঠানোর ব্যাবস্থা করা হতে পারে।
‘আশাকরি সোমবার নাগাদ ব্যাংকে চেক পাঠাতে পারবো,’ যোগ করেন তিনি।
ভুক্তভোগী শিক্ষকরা জানান, অধিদপ্তর থেকে এমপিওর চেক ব্যাংকে পাঠানোর পরও স্মারক নং না পাওয়াসহ নানা কারণে অনেকদিন দেরি করেন ব্যাংক কর্মকর্তারা। বেতন-ভাতা উত্তোলন করার শেষ দিন বেতনবিল প্রস্তুত করেন অধিকাংশ প্রতিষ্ঠান প্রধান। এরপর ব্যাংকে গিয়ে টাকা হাতে পেতে আরো কয়েকদিন অপেক্ষা করতে হয়।
তারা এমন দূরবস্থার অবসান চান।

পোষ্টটি লিখেছেন: Ayon Hasan

Ayon Hasan এই ব্লগে 186 টি পোষ্ট লিখেছেন .

Comments

comments